NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

সুখবর দিলেন শেহনাজ গিল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

সুখবর দিলেন শেহনাজ গিল

বিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু হয় শেহনাজ গিলের। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও নতুন একটি সুখবর দিলেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সেকথা।

সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মুম্বাইতে নিজের বাড়ি কিনেছেন। এই খবর জানাজানি হতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে মন্তব্যের ঘর। শেহনাজের স্বপ্নের নতুন ঠিকানা। তাই নিজের বাড়ির অন্দরসজ্জা থেকে পরিচ্ছন্নতা নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে অভিনেত্রী।

বাড়ির গোসলঘর যাতে কোনোভাবে অপরিষ্কার না হয়ে যায়, সেদিক মাথায় রেখেই নিজের জন্য আলাদা গোসলঘর করেছেন তিনি। যা অন্য কারো ব্যবহার করার অনুমতি নেই।

সম্প্রতি শেহনাজের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। তাকে অভিনেত্রীর ভাই জানান, শেহনাজ নিজের ভাইকে পর্যন্ত তার বাথরুম ব্যবহার করতে দেন না।

রিয়েলিটি শো থেকে উত্থান শেহনাজের। নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে নিজের জায়গা বানিয়েছেন বিনোদনের জগতে। সালমান খানের ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অভিনেত্রী। নিজের দুর্বলতাগুলোকে শুধরে নিয়ে ভবিষ্যতে কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও জানান তিনি।