NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৭ এএম

সিনিয়র সাংবাদিক কামরুল চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে গভীর শোক প্রকাশ


 

 

সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর গভীর শোক বাংলাদেশের অন্যতম অর্থনীতি ও পরিবেশ সাংবাদিকতার অন্যতম পথিকৃত , জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় সংবাদ সংস্থা বাসস’র সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মংগলবার রাতে মারা গেছেন । তিনি রাজধানীর বংগবন্ধু হাসপাতালে লিভারের চিকিত্সাধীন ছিলেন ।তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। দৈনিক সংবাদ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। সাপ্তাহিক বিচিত্রায় সম্পাদক শাহাদত চৌধুরীর অনুপ্রেরনায় অনেক কভার স্টোরি করেছেন। কামরুল চৌধুরী ফোরাম অব এনভায়রনমেন্টাল এর সাধারন সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে ও বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই যাঁদের ভেতর রয়েছেন ড. আরেফিন সিদ্দিক, আবুল কালামআজাদ, ইহসানুল ক্রিম , ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও অনেকে।

নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক ফোরাম সাউথ এশিয়ানরাইটার্স এন্ড জার্নালিস্টস তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । তাঁদের ভেতর রয়েছেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমেদ, কাজী মন্টু, মুহম্মদ ফজলুর রহমান, আকবর হায়দার কিরন ও নিহার সিদ্দিকী।