NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

৫ দিনের সফরে সোমবার ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৫৮ পিএম

৫ দিনের সফরে সোমবার ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ দিনের সফরে সোমবার (১ মে) ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস তথা বেলজিয়ামে যা‌চ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বাংলা‌দেশ-ইইউর সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ক‌য়েক‌টি বৈঠ‌কে অংশ নি‌তে প্রতিমন্ত্রীর এ সফর।

রোববার (৩০ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১ থে‌কে ৫ এ‌প্রিল ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস‌সে সরকা‌রি সফ‌রে থাক‌বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি ইইউর মন্ত্রীপর্যায়ের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপ-নির্বাহী কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। 

এছাড়া তিনি ইইউর প্রতিমন্ত্রী/উপমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্রবিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাকঅ্যালিস্টার, আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের সহ-সভাপতি ক্রিস পিটারসসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

প্রতিমন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ এবং বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন ব‌লে বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সফরসঙ্গী হিসেবে যোগদান করবেন।