NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

সিডনিতে প্রত্যাশাস ওয়ার্ল্ডের বাংলা বর্ষবরণ উদযাপিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

সিডনিতে প্রত্যাশাস ওয়ার্ল্ডের বাংলা বর্ষবরণ উদযাপিত

গত ২৯ এপ্রিল (শনিবার) সিডনির ইঙ্গেলবার্ন গ্রেগ পার্সিভ্যাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ‘১৪৩০ বঙ্গাব্দ’ বরণের আয়োজন ‘রঙ্গিলা বৈশাখ ’।

আয়োজক রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবালের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপনায় ছিলেন সাকিনা আক্তার, লিটন বাউল ও মৌমিতা চৌধুরী। এ সময় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

এসো হে বৈশাখ গানের সাথে বাংলাদেশি ঐতিহ্যবাহী “মঙ্গল শোভাযাত্রা”- এর ধারাবহিকতা অব্যাহত রাখা হয়। জিয়াউল ইসলাম তমাল এবং তানিম হায়াত খানের তবলা ও সরোদের যুগলবন্দী ছিল এক বিশেষ আকর্ষণ।

 

সংগীত পরিবেশনা করেন প্রমা, হৈমন্তী বড়ুয়া, ইলোরা খান, মাহমুদ খান, শেখ ইসলাম মিন্টু, রাসেল ইকবাল, জিয়াউল ইসলাম তমাল। শ্রুতি নাটকে ছিলেন নুসরাত জাহান স্মৃতি এবং তার কন্যা স্রোতস্বিনী। জেরিন আফরিনের আবৃত্তি হৃদয় কেড়েছে সবার।

নৃত্যের ছন্দে সবাইকে অন্য ভুবনে নিয়ে গিয়েছিলেন নটরাজ ডান্স একাডেমি (শ্রেয়সী দাস), নৃত্যাঞ্জলী ডাল একাডেমি (মৌসুমী সাহা), কালাঙ্কান ডান্স একাডেমি (অমৃতা পাল চৌধুরী)। স্বপ্ন ব্যান্ড জনপ্রিয় বাংলা গানে মুগ্ধ করেন দর্শকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেম্পেল টাউনের সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, গামা কাদের, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, সিইও রাহেলা আরেফিনসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত স্পন্সরদের অ্যাওয়ার্ড তুলে দেন নেতৃবৃন্দ।  

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাসেল ইকবাল, প্রত্যাশা ইকবাল, আবিদা আসওয়াদ, সাকিনা আক্তার এবং লিটন বাউল। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।