NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৬:২১ পিএম

‘আবার বিবাহ অভিযান’-এর ফাঁদে অঙ্কুশ-অনির্বাণ-রুদ্রনীল

ফের বিয়ের ফাঁদে রজত, অনুপম আর গণশা। এবার তাদের ‘বিবাহ অভিযান’ থাইল্যান্ডে। সেখানেই বেঁধেছে যত গণ্ডগোল। সৌমিক হালদারের পরিচালনায় আবারও দর্শকদের জন্য হাসি-মজার রোলার কোস্টার রাইড নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ। সঙ্গে থাকছেন সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও নুসরত ফারিয়া। শনিবার প্রকাশ্যে এলো ‘আবার বিবাহ অভিযান’-এর ট্রেলার।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘বিবাহ অভিযান’। বিরসা দাশগুপ্তর পরিচালনায় সে ছবিতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা (অনুপম), রুদ্রনীল ঘোষ (রজত) এবং অনির্বাণ ভট্টাচার্য (গণশা)। তিন নায়কের বিপরীতে ছিলেন নুসরত ফারিয়া (রাই), সোহিনী সরকার (মায়া) এবং প্রিয়াঙ্কা সরকার (মালতী)। প্রথম সিনেমার গল্প অনুযায়ী, রজত সমাজসেবী ও নারীবাদের সমর্থক রাইকে বিয়ে করেছিল। আর রাহুল বিয়ে করেছিল ধর্মপ্রাণা মায়াকে। ঘটনাচক্রে বুলেট সিং ওরফে গণশার কবলে পড়ে যায় তারা। তারপর গণশার প্রেম মালতীর কথা জানতে পারে।

‘আবার বিবাহ অভিযান’-এ গণশার বাবা তার জন্য নাকি ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই লোভেই তার সঙ্গে থাইল্যান্ডে পাড়ি দেয় রজত আর অনুপম। কিন্তু টাকার জন্যই নতুন চক্রব্যুহে ঢুকে পড়ে তিনমূর্তি। তাতে রয়েছে আবার বিয়ের ফাঁস। এই ফাঁস থেকেই স্বামীদের উদ্ধার করতে বিদেশ পৌঁছে যায় মায়া, মালতী, রাই। বাঁধে ধুন্ধুমার কাণ্ড।

কলকাতা ও থাইল্যান্ডে ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার শুটিং হয়েছে। গতবারের মতো এবারও সিনেমার চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ। সুর সাজিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এবার ছবির চমক হিসেবে থাকছেন সৌরভ দাস। একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাঁকে। ২৫ মে সিনেমা হলে মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’।