NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

হঠাৎ উজ্জ্বল আলোয় আলোকিত আকাশ, ইউক্রেনের রাজধানীতে আতঙ্ক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম

হঠাৎ উজ্জ্বল আলোয় আলোকিত আকাশ, ইউক্রেনের রাজধানীতে আতঙ্ক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বুধবার (১৯ এপ্রিল) নতুন করে আতঙ্ক ছড়ায়। এদিন রাতে হঠাৎ উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে দেশটির রাজধানী কিয়েভ। যুদ্ধের মধ্যে এমন দৃশ্য সাধারণ মানুষের মধ্যে বেশ ভীতির সৃষ্টি করে।

তবে পরবর্তীতে ইউক্রেনের সামরিক প্রশাসন জানায়, আলোটি ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি স্যাটেলাইটের। যেটি মহাকাশে মিশন শেষ করে পৃথিবীর বুকে ফিরে এসেছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এমন মন্তব্য আসার পর নাসা জানিয়েছে, যে উজ্জ্বল আলোটি দেখা গেছে, এটি আসলে তাদের স্যাটেলাইট নয়। নাসার এমন বক্তব্যের পর এই আলো নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে।  

ইউক্রেনের পক্ষ থেকে পরে জানানো হয়, ওই আলোটি তাহলে কোনো উল্কা হতে পারে। তবে রাশিয়ার কোনো বিমান বা আকাশ হামলার কারণে এমনটি হয়নি বলে দাবি করেছে দেশটি।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সেরগি পোপকো টেলিগ্রামে ওই আলোকে মার্কিন স্যাটেলাইট দাবি করে বলেছিলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, উজ্জ্বল আলোটি নাসার স্যাটেলাইট পৃথিবীতে অবনমন হওয়ার ফলাফল।’

এছাড়া আলো জ্বলে ওঠার পর কিয়েভে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলেও জানান তিনি।

এ সপ্তাহের শুরুতে নাসা অবশ্য জানিয়েছিল, তাদের ৩০০ কেজি ওজনের একট পুরোনো স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর বুকে বুধবার ফিরে আসবে। আরএইচইএসএসআই নামের এ স্যাটেলাইট সৌর শিখা পর্যবেক্ষণ করত। এটি ২০০২ সালে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল।

নাসার যোগাযোগ বিভাগের কর্মকর্তা রব মার্গেটা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, যখন কিয়েভের আকাশে আলো জ্বলে ওঠে তখনও তাদের স্যাটেলাইটটি পৃথিবীর বুকে আসেনি।