NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’ জেবিবিএর ইফতার বিতরণ


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১১:৪০ এএম

নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিটে’ জেবিবিএর ইফতার বিতরণ

নিউইয়র্ক: নিউইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিট’র কর্ণারে দাঁড়িয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের পর ইফতার বিতরণ করেছে ‘জেবিবিএ’ (জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক)। 

সংগঠনের প্রেসিডেন্ট ড. মাহাবুবুর রহমান টুকু এবং ইফতার মাহফিলের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মত নেতার জন্ম হয়েছিল বলেই আমরা লাল-সবুজের পাসপোর্ট পেয়েছি এবং বহুজাতিক এই সমাজে মাথা উঁচু করে কথা বলার অধিকার পাচ্ছি। সেই সুবাদেই জ্যাকসন হাইটসের রাস্তার নাম ‘বাংলাদেশ স্ট্রিট’ হয়েছে। এজন্যে আমরা এই স্ট্রিটের নামফলকের নিচে দাঁড়িয়ে ইফতারি বক্স বিতরণ করতে স্বাচ্ছন্দবোধ করছি। 

কম্যুনিটির সুপরিচিত সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী এমন আয়োজনের প্রশংসা করে বলেন, বদ্ধ ঘর বা রেস্টুরেন্টের পরিবর্তে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করলে ভিন্নদেশীরা এমনকি মূলধারার নীতি-নির্দ্ধারকরা জানতে সক্ষম হবেন বাংলাদেশী আমেরিকানদের অবস্থান সম্পর্কে। এটাই এখন জরুরী। আমেরিকান স্বপ্ন পূরণের স্বার্থে মূলধারার রাজনীতি ও প্রশাসনে জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন সিপিএ সারোয়ারুজ্জামান চৌধুরী। 

 

এ সময় আরো বক্তব্য রাখেন জেবিবিএর উপদেষ্টা মাহবুবে আলম, ইমাম কাজী কায়্যুম, শেখ আলী হাসান, শোয়েব হোসেন, শাহীন রহমান। অনুষ্ঠানের অতিথির মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ইফতারের প্রাক্কালে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে নেতৃত্ব দেন আহলে বায়াত জামে মসজিদের ইমাম মুফতি ড. সাঈদ মুতাওয়াক্কি বিল্লাহ রাব্বানী বদরপুরি। সুলতান আহমেদের মালিকানাধীন ‘আব্দুল্লাহ স্যুইঁস এ্যান্ড রেস্টুরেন্ট’ প্রদান করে বহু আইটেমের ইফতার বক্স।