খবর প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি নাকি টাকা নেওয়ার পরেও শো করতে আসেননি। এত দিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি দেবশ্রী। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করলেন।
দেবশ্রী জানান, তিনি আঘাত পেয়েছেন। এত বছরের ক্যারিয়ার তার। রুমকি, ঝুমকি নামে তারা খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন। মাত্র আড়াই বছর বয়স থেকে তারা কাজ করেছেন। তারপর এমন অপবাদ শুনে তিনি সত্যিই দুঃখ পেয়েছেন।
দেবশ্রীর কথায়, “দুই দিনের যে সব সঞ্চালক, শিল্পীরা বলছেন, ‘উনি পৌঁছননি’, তারা কি আমার সঙ্গে একবারও যোগাযোগ করেছিলেন? ফোন করে তো জানতে পারতেন। দেবশ্রী রায়ের তো এমন পরিচয় নয় যে, টাকা নিয়ে সে পালিয়ে যাবে। শিল্পী হিসেবে আমি দুঃখ পেয়েছি। ওদের ছাড়ানোর জন্য আমি হাত গুটিয়ে বসেছিলাম না।”
তিনি আরও বলেন, ‘যে অর্গানাইজার আমায় নিয়ে যাচ্ছিল, সেই আমায় বলেছিল গাড়ি ঘুরিয়ে চলে আসতে। অন্ধকার রাস্তায় ২ঘণ্টা ধরে তাও অপেক্ষা করেছি। আমার নিরাপত্তার দায়িত্ব কে নেবে?’
এত দিন কেন নীরব ছিলেন দেবশ্রী? নায়িকার অনেক বন্ধু বলেছিলেন তাকে চুপ থাকতে। দেবশ্রী ঘনিষ্ঠদের মনে হয়েছিল, এই বিষয়ে তিনি কিছু বললে আরও বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু আর চুপ থাকা সম্ভব হয়নি তার।
দেবশ্রী বলেন, ‘এত কথা শুনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখনই আমার মনে হয়, এবার আসল বিষয়টা সকলকে জানানো উচিত।’
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আটকে রাখা হয়েছিল শহরের বেশ কিছু সংগীতশিল্পী এবং সাউন্ড আর্টিস্টকে। শেষ কয়েক দিন ধরে এ বিষয়ে চলছে তুমুল চর্চা। সরব হয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্রসহ আরও অনেকে।