NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার মাহফিল : নতুন উপদেষ্টা কমিটি গঠন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার মাহফিল : নতুন উপদেষ্টা কমিটি গঠন

নিউইয়র্ক: মৌলভীবাজার জেলার রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে নিউইয়র্কে গঠিত রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজনগর উপজেলাবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়। 
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরজান খান জাপান ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ বশারাত আলী, আব্দুর রহিম বাদশা, আব্দুর রকিব মন্টু, আতাউর রহমান সেলিম, আব্দুল গাফফার চৌধুরী খসরু, সংগঠনের সহ সভাপতি মো: হারুন আলী ও সামছু মিয়া তালুকদার, আন্তজার্তিক ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কয়ছর, কার্যকরী সদস্য মো. মাসুক রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার পরিষদ অব আমেরিকা’র নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নতুন উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন: প্রধান উপদেষ্টা সৈয়দ বশারাত আলী, সহকারি উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুল হাসান, উপদেষ্টা রফিক উদ্দিন চৌধুরী (রানা), শাহ রকিব আলী, আব্দুর রকিব মধু, সাখাওয়াত আলী, আব্দুর রহমান লেবু. মজির উদ্দিন চৌধুরী, আলী মোহাম্মদ আশিক, কাজী আতিকুজ্জামান, মিনহাজ আহমেদ ও আবুল হোসেন সুরমান।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় রাজনগর (সিলেট ১৪) এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধারে শিগগির কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান হয়।