খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম
নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের নতুন কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ১০ এপ্রিল সোমবার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অভিষিক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এ সংগঠনের নির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা।
সংগঠনের বিদায়ী সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুজিবুর রহমান।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী। নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন বিদায়ী সহ-সভাপতি মো. শামীম মিয়া।
অভিষিক্তরা হলেন : সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি রেহানুজ্জামান, আব্দুল আহাদ ও মোঃ শামিম মিয়া, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের ও মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন হেলাল, সহ-কোষাধ্যক্ষ ইস্কান্দার আলী মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ মামুন, প্রচার সম্পাদক নুরুজ্জামান লিপন, মহিলা সম্পাদিকা জুবেদা বেগম রোজি, দপ্তর সম্পাদক আবতাব উদ্দিন খান মোহন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ সাবু, ক্রীড়া সম্পাদক ডালিম আহমদ, ধর্ম সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমান, সাদস্যিক সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সদস্য সাহিদ আলী, সেবুল মিয়া, রেজাউল ইসলাম সেলিম, টিপু সুলতান, মোঃ রানা মিয়া, বুরহান উদ্দিন ও গোলাম মোঃ চৌধুরী লক্ষণ।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ শামিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল খান, সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাবেক ট্রাস্টি আব্দুস শহীদ, প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, আবদুর রউফ মছরু, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি আবদুল হাসিম হাসনু, বিদায়ী সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানিম, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি সাব্বির হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জাসদ সেক্রেটারি নুরে আলম জিকু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোসেন আহমেদ।
ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমান। মুনাজাতে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রূহের মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হোসেন আহমেদ ইফতার মাহফিলে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা দেশে-প্রবাসে কল্যাণকর কাজের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা কে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
বিদায়ী সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী এবং বিদায়ী সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস তাদের দায়িত্বপালনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের গতিশীল নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবে। প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত করবে এ প্রত্যাশা সবার।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।