NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাশিয়ায় নির্বাসন শেষে ইউক্রেনে ফিরল কয়েক ডজন শিশু


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০২:৩৯ এএম

রাশিয়ায় নির্বাসন শেষে ইউক্রেনে ফিরল কয়েক ডজন শিশু

টানা ১৩ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময়ে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন থেকে বহু শিশুকে জোর করে নিজেদের দেশে নিয়ে গেছে রাশিয়া। বস্তুত শহর অবরুদ্ধ করেও ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় যেতে বাধ্য করার ঘটনা ঘটেছে।

এসব শিশুদের ইউক্রেন ফিরিয়ে দেওয়ার দাবি করছিল এবং অবশেষে নির্বাসন শেষ করে কয়েক ডজন শিশু ইউক্রেনীয় ভূখণ্ড ফিরেছে। রোববার (৯ এপ্রিল) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় নির্বাসন শেষ করে ৩০ জনেরও বেশি শিশুকে ইউক্রেনে ফিরিয়ে আনা হয়েছে বলে একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে। রাশিয়া থেকে এসব শিশুকে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ প্রচেষ্টা চালানো হয় এবং চলতি সপ্তাহে তাদেরকে নিজেদের পরিবারের সাথে পুনরায় মিলিত করা হয়েছে।

মূলত চলমান ইউক্রেন যুদ্ধের সময় এসব শিশুকে দখলকৃত এলাকা থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল।

অবশ্য রাশিয়া দীর্ঘ ১৩ মাসেরও বেশি সময় ধরে তার প্রতিবেশীর বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত লাখ লাখ মানুষ পরিবার এবং শিশুসহ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া রাশিয়ায় জোরপূর্বক নির্বাসিত করা শিশুদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করাও অসম্ভব।

ইউক্রেনের ধারণা, গত বছরের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ করার পর থেকে প্রায় ১৯ হাজার ৫০০ ইউক্রেনীয় শিশুকে অবৈধভাবে রাশিয়ায় নির্বাসিত করা হয়েছে। ইউক্রেন এটিকে অবৈধ নির্বাসন হিসাবেও নিন্দা করেছে।

অন্যদিকে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণের কিছু অংশ নিয়ন্ত্রণকারী রাশিয়া অবশ্য ইউক্রেনীয় শিশুদের অপহরণের বিষয়টি অস্বীকার করেছে। মস্কো বলেছে, এসব শিশুদের নিজেদের নিরাপত্তার জন্য তাদের রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।