NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যর! যা জবাব দিলেন অভিষেক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৭ পিএম

বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যর! যা জবাব দিলেন অভিষেক

সম্প্রতি বলিউডে কানাঘুষা চলছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন তাদের। বিয়ের পর থেকেই তাদের একাধিকবার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্ক রয়েছে অটুট। এর মধ্যে আবার কানাঘুষা চলছে অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ভাঙন নিয়ে। আর এ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে মন্তব্য করে বসলেন জুনিয়ার বচ্চন।

গুঞ্জনের সূত্রপাত মূলত আম্বানীদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতি। দুইদিনের মধ্যে একদিনও দেখা মিলল না তার স্বামী অভিষেকের। এর মধ্যে ওই অনুষ্ঠানে প্রাক্তন সালমানের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় বচ্চন বধূকে। যদিও পুরোটাই হয় তার অন্তরালে। আর এদিকেই সুযোগ বুঝে কোপ মারলেন নিন্দুকেরা। তবে তাদের থামানোর নিয়ম ভালো করেই জানা আছে অভিষেকের।

সম্প্রতি বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ আম্বানীদের অনুষ্ঠানে ঐশ্বর্য ও তার মেয়ে আরাধ্যার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’ আর সেই পোস্টের পাল্টা জবাবে অভিষেক লেখেন, ‘আমরাও প্রিয় মানুষেরা।’ একেবারে তিন বাক্যে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন এ অভিনেতা।

উল্লেখ্য, অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের খবর ২০১৪ সালে ছড়িয়ে পড়েছিল বলিউড পাড়ায়। সেই সময় অভিষেক টুইট করে লিখেন, ‘আমার নাকি ডিভোর্স হচ্ছে। এ খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ! দয়া করে এটাও বলে দিন যে আমি কবে দ্বিতীয় বিয়েটা করছি?’