NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি ‘মাঙ্গা’ ফর্মে কমিক বই


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:১৯ এএম

বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি ‘মাঙ্গা’ ফর্মে কমিক বই

বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানি চিত্রকলা গ্রাফিকস নোবেল জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বই প্রকাশ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর এক‌টি হোটেলে ‘ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু’ নামে জাপানিজ এ কমিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফখরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

বইটি যৌথভাবে লিখেছেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং শাইন পার্টনারস করপোরেশন জাপানের প্রধান নির্বাহী ইয়েমতো কিয়েতা। বইটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স লিমিটেড।

জাপানিদের কমিক ও কার্টুন ধাঁচের চিত্রকলার একটি ধরন হচ্ছে মাঙ্গা। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম এই মাঙ্গা ফর্মে তুলে ধরা হয়েছে বইটিতে। বর্ণনা ও ব্যতিক্রমী ছবিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরা হয়েছে। বইটিতে একই সঙ্গে বাংলাদেশের জন্মের কথা এবং বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা বর্ণনা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানের ফলে বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে সে কথা বলা হয়েছে বইটিতে। ব্যতিক্রমী এই বইটি পাঠ করে পাঠকেরা জানতে পারবে বাংলাদেশের কাহিনী এবং বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা।

আইওয়ামা কিমিনোরি বলেন, এটা অত্যন্ত অর্থবহ ও শিক্ষণীয় যে শিশুরা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কাহিনী মাঙ্গার মাধ্যমে জানতে পারবে। ইংরেজি, বাংলা ও জাপানি ভাষায় বইটির প্রকাশনা জাপানি শিশুদেরও জানার সুযোগ করে দিয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জাপানিদের ধারণা আরও গভীরতর করবে।

রাষ্ট্রদূত ব‌লেন, জাপান বাংলাদেশ সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে এই প্রকাশনা নতুন এক মাইলফলক স্থাপন করল।

মুহম্মদ নূরুল হুদা বলেন, মাঙ্গা ফর্মে বঙ্গবন্ধুকে নিয়ে এ বইটি একটি ঐতিহাসিক কাজ। বাংলা একাডেমি এ ধরনের বই প্রকাশের উদ্যোগ নেবে।

অধ্যাপক ফখরুল আলম বলেন, বাংলা, ইংরেজি ও জাপানি তিন ভাষায় বইটি প্রকাশ করা হয়েছে। জাপানের জনপ্রিয় মাঙ্গা ফর্মে বঙ্গবন্ধুকে নিয়ে বই প্রকাশের ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের জন্ম থেকে জাপান আমাদের উন্নয়নে সহায়তা করে আসছে। তাই জাপানের প্রতি কৃতজ্ঞতা জানাতে জনপ্রিয় মাঙ্গা ফর্মে বইটি প্রকাশ করা হয়েছে।