NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ব্রাজিলে কিন্ডারগার্টেনে কুঠার নিয়ে হামলা, ৪ শিশু নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩২ পিএম

ব্রাজিলে কিন্ডারগার্টেনে কুঠার নিয়ে হামলা, ৪ শিশু নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে কুঠার নিয়ে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে অন্তত চার শিশুকে হত্যা করেছে এক যুবক। এই ঘটনায় আহত হয়েছে আরও চার শিশু। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় ব্লুমেনাউ শহরের একটি কিন্ডারগার্টেনে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ব্লুমেনাউ শহরে ছোট কুঠার নিয়ে কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে এক যুব্ক কমপক্ষে চার শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এসময় আরও চার শিশু আাহত হয় এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পরে হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এক বিবৃতিতে ব্রাজিলের সামরিক পুলিশ বলেছে, হামলার পর হামলাকারী ২৫ বছর বয়সী ওই যুবক তাদের একটি পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, কিন্ডারগার্টেনের খেলার মাঠে হওয়া এই হামলায় তিন ছেলে ও এক মেয়ে শিশু নিহত হয়েছে। তাদের বয়স চার থেকে সাত বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

হামলার সময় ক্যান্টিনহো বম পাস্তুর নার্সারিতে সর্বমোট ৪০ জনের মতো শিশু ছিল। অভিযুক্ত ওই যুবক প্রাচীর টপকে বেসরকারি ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং দৃশ্যত এলোমেলোভাবে শিশুদের ওপর হামলা করে।

এদিকে এই হামলাকে ‘ভয়াবহ ঘটনা’ বলে নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। টুইটারে তিনি লিখেছেন, ‘নিষ্পাপ এবং অরক্ষিত শিশুরা যখন সহিংসতার শিকার হয়, কোনও পরিবার যখন কোনও শিশুকে হারায়, তার থেকে বড় যন্ত্রণার আর কিছু নেই। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি।’

অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে স্কুলে হামলার ঘটনা বেড়েছে। গত সপ্তাহে সাও পাওলো শহরের একটি স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে এক শিক্ষককে হত্যা করে।

এর আগে গত বছরের নভেম্বরে এসপিরিটো সান্টো প্রদেশের আরাকরুজের শহরে দু’টি স্কুলে হামলা চালায় ১৬ বছর বয়সী এক বন্দুকধারী। ওই ঘটনায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছিল।