NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

জিজির শরীরে হাত রেখে সমালোচনার মুখে বনি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ এএম

জিজির শরীরে হাত রেখে সমালোচনার মুখে বনি

নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে আসা হলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। মঞ্চে তাকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে সমালোচিত হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। এবার এই আন্তর্জাতিক তারকার শরীরে হাত রেখে প্রবল সমালোচনার মুখে পড়লেন প্রযোজক বনি কাপুর।

সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ে বসেছিল তারকাদের হাট। শাহরুখ, সালমান, প্রিয়াঙ্কাদের পাশাপাশি নজর কেড়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদও। ক্যামেরার সামনে একাধিক তারকার সঙ্গে পোজ দিয়েছেন জিজি। বনি কাপুরও ছবি তুলেছিলেন আন্তর্জাতিক সুপার মডেলের সঙ্গে। আর তা তুলতে গিয়েই জিজির কোমরে হাত রেখেছিলেন তিনি।

তবে বনির এভাবে সুপার মডেলের শরীরে হাত দেওয়া নেটিজেনদের একাংশের একেবারেই পছন্দ হয়নি। ছবির কমেন্ট বক্সে তুমুল কটাক্ষ করা হয়েছে বলিউড প্রযোজককে। কারো মন্তব্য, ‘এত বছর ধরে কাস্টিং কাউচ করছে। লালসা আর লুকোতে পারছে না।’ কেউ লিখেছেন, ‘কামুক বুড়ো ইংরেজদেরও ছাড়ল না।’

উল্লেখ্য, এর আগে মঞ্চে নাচার সময় জিজিকে ডেকে কোলে তুলে নিয়েছিলেন বরুণ ধাওয়ান। আচমকাই চুমু খেয়েছিলেন তার গালে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়ে যায়। পরে দাবি করা হয় বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। এদিকে জিজিও জানিয়েছিলেন বরুণ তার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন। তাতেই সে বিতর্ক খানিকটা স্তিমিত হয়ে যায়। এবার বনির ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো।