NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বয়স্ক মুসল্লিদের সেফটি অ্যালার্ম দিল ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ এএম

বয়স্ক মুসল্লিদের সেফটি অ্যালার্ম দিল ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

সাম্প্রতিক সময়ে লন্ডন ও বার্মিংহামে ৩ পৃথক ঘটনায় মসজিদ থেকে নামাজ ফেরত বয়স্ক মুসল্লিদের উপর বর্বর হামলা করা হয়। এতে তারাবি নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে আস্থা ফিরিয়ে দিতে ব্রিটেন ভিত্তিক মানবিক সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন মসজিদে বয়স্ক মুসল্লিদের হাতে সেফটি অ্যালার্ম বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বয়স্ক, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে এই অ্যালার্ম বিতরণ করা হয় রবিবার তারাবির নামাজের পর।

এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বয়স্ক মুসল্লিরা। তারা বলেন, এটি খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। রাতে ফেরার সময় এই অ্যালার্ম কাজে লাগবে।

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ারের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু বলেন, নামাজ ফেরত মুরব্বীদের উপর পর পর ৩ হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা। বয়স্কদের মধ্যে আতংক দূর করতে আমাদের এই উদ্যোগ। এই প্যানিক অ্যালার্মটি ব্রিটিশ পুলিশের অনুমোদিত, এতে চাবির রিং আছে আবার এলইডি লাইট আছে। এছাড়া সেইফটি পিন টান দিলেই বিকট শব্দে অ্যালার্ম বাজতে থাকবে। এই বিকট শব্দ শুনে অপরাধী ভয় পাবে, একই সাথে আশেপাশের মানুষ বুঝতে পারবে কেউ বিপদে পড়েছে। এমনকি পেট্রল পুলিশ যদি আশেপাশের রোডে থাকে তাহলে পুলিশ সাথে সাথে রেসপন্স করবে।

 

এই বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সেলিম আহমেদ, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম শিমু, রুয়েল মিয়া, সুহেদ আহমেদসহ আরো অনেকে।