NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ এএম

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকিতে প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।

কেনটাকিতে গভর্নর আজ বৃহস্পতিবার বলেন, ‘বুধবার গভীর রাতে নিয়মিত প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’ মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র নন্ডিস থারম্যান বৃহস্পতিবার (৩০ মার্চ) রয়টার্সকে বলেছেন, ওই দুই হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার দুটিতে কয়জন আরোহী ছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। 

গভর্নর অ্যান্ডি বেসিয়ার টুইটারে এক পোস্টে বলেছেন, ‘আমরা ফোর্ট ক্যাম্পবেল থেকে দুঃসংবাদ পেয়েছি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।’ 

ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটির মুখপাত্র ননডিস থুরমান নিশ্চিত করেছেন, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে ট্রিগ কাউন্টির ৬৮ নম্বর মহাসড়কের কাছে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তিনি আরো বলেন, হেলিকপ্টারগুলো ব্ল্যাকহক মডেলের। এগুলো পরিচালনা করত ১০১তম এয়ারবোর্ন ডিভিশন।

যে ঘাঁটিতে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়েছে, সেটি ন্যাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্ব দিকের কেন্টাকি-টেনেসির ট্রিগ কাউন্টিতে। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা থাকেন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ-৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই ওড়ানো হয়। তাই বৃহস্পতিবারের দুর্ঘটনার পেছনে এ প্রগ্রামের কোনো ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের আশঙ্কা এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যমগুলো আরো জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।

সূত্র : রয়টার্স, ডেইলি মেইল