ঢাকা: গত কয়েক মাস ধরেই দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় দেড় মাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হলো। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এ সময় ছয়জনের রোগ শনাক্তের কথা জানানো হয়েছে।