NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

রোমে গণহত্যা দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ এএম

রোমে গণহত্যা দিবস পালিত

রোমস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে গণহত্যা দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী গণহত্যা দিবসের প্রেক্ষাপট, ইতিহাস এবং দিনটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গণহত্যা দিবস হিসেবে পালনের গুরুত্বের উপর আলোকপাত করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও আলোচনায় অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করেন যে, ২৫ মার্চের কালরাত্রিতে ভয়াল পরিস্থিতিতেও বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে অনন্য সাধারণ প্রজ্ঞা স্থাপন করেন তা ইতিহাসে বিরল। এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, বর্বরতা ও নির্যাতন মানবতার ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করে এ দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জোরালো দাবি জানান।

 

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের এ দাবি অচিরেই বিশ্ব পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রদূত গণহত্যার নির্মমতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানের শেষে সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।