NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

স্বাধীনতা দিবসে জার্মানিতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকর পাল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ এএম

স্বাধীনতা দিবসে জার্মানিতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকর পাল

বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে জার্মানির নিদারজাক্সেন অঙ্গরাজ্যের হ্যানোভারে অনুষ্ঠিত দূরপাল্লার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন একমাত্র বাংলাদেশি সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল। এটি শিব শংকরের ১২১তম আন্তর্জাতিক ম্যারাথন।

রবিবার আন্তর্জাতিক এই ম্যারাথনে ৩৫টি দেশের ২৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশি একমাত্র দৌড়বিদ হিসেবে লাল সবুজ পতাকা উড়ানো একমাত্র ব্যক্তি তিনি।

এদিন ম্যারাথনটি শহরের ফ্রিডরিখসভাল থেকে শুরু হয়ে ক্লিংগারস্ট্রাস,বোইকলিনপ্লাটজ, ইয়ানপ্লাটজ হয়ে পুনরায় শুরুর পয়েন্টে এসে শেষ হয়। ছুটির দিন হওয়ায় আন্তর্জাতিক এই ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হন কয়েক লাখ দর্শণার্থী। ৪২.২ কি.মি. দীর্ঘ পথ দৌড়াতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকরের সময় লাগে ৩ ঘণ্টা ৫১ মিনিট ৬ সেকেন্ড।

 

ম্যারাথনের ফিনিশিং লাইন শেষে শিব শংকরকে অভ্যর্থনা জানান তার স্ত্রী শিখা শংকর পাল ও তার পরিবারের সদস্যরা। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০টির বেশি আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ানোর মাইলফলক অতিক্রম করতে চান দৌড়বিদ শিব শংকর পাল। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, দেশের লাল সবুজের পতাকা হাতে বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক দেশে দৌড়েছি। কিন্তু মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে কোনো ম্যারাথনে এবারই প্রথম দৌড়ালাম। তাই এটি অনেক স্মরণীয় একটা ম্যারাথন হয়ে থাকবে।

ঢাকার অদূরে নবাবগঞ্জে জন্ম নেন শিব শংকর পাল। ৫৬ বছর বয়সী পাল একজন সফল ব্যবসায়ী। বেশ কয়েক বছর আগে জার্মানির বায়ার্ন মিউনিখে গড়ে তোলেন পাল ইলেক্ট্রো নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। তার উদ্যোগে দেশটির জাতীয় টেলিভিশনে তথ্যচিত্রও প্রচারিত হয়।