NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

কার্ড ছাপানো হলেও যে কারণে সালমানকে বিয়ে করেননি অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৩:১৭ এএম

>
কার্ড ছাপানো হলেও যে কারণে সালমানকে বিয়ে করেননি অভিনেত্রী

বলিউডের সর্বাধিক চর্চিত প্রশ্ন- ‘সালমান খান বিয়ে করবেন কবে’। অভিনেতার জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে বারবার।  কিন্তু বছরের পর বছর যায়, ভাইজানের গলায় বিয়ের মালা ওঠে না। তবে একবার বিয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এ অভিনেতা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে বলা হয়, প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির প্রেমে পড়েছিলেন সালমান। সম্পর্কে জড়ানোর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাঁদের সম্পর্ক।

গুঞ্জন উঠে, সালমান এবং সঙ্গীতার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী সোমি আলির ঘনিষ্ঠ হয়ে পড়েন সালমান। এ প্রেমের কথা জানতে পারেন সঙ্গীতা। তাই বিয়ের ঠিক এক মাস আগে সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি।

এরপর প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারুদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সঙ্গীতা। পরবর্তীতে তাঁকেই বিয়ে করেন অভিনেত্রী।