NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

রেকর্ড গড়ার রাতে মেসি ও রোনালদোকে নিয়ে চর্চা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৩:৪২ এএম

>
রেকর্ড গড়ার রাতে মেসি ও রোনালদোকে নিয়ে চর্চা

বিশ্বসেরা দুই ফুটবলার রোনালদো ও মেসির দ্বৈরথ ফুটবল বিশ্বে অজানা নয়। এই দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা বহু দিনের। ক্লাব ফুটবলে কখনও মেসি এগিয়ে গেছেন তো পর মুহূর্তে রোনালদো অগ্রসর হয়েছেন। তবে সেরার বিতর্ক থেমে নেই। যদিও আর্জেন্টিনাকে তিন যুগ পর বিশ্বকাপ উপহার দেওয়া মেসি এই দ্বৈরথে অনেকটা এগিয়ে গেছেন বলে মত তার ভক্তদের।

অন্যদিকে, এমন দাবি মানতে বয়েই গেছে সিআরসেভেন ভক্তদের। পর্তুগিজ রাজপুত্র বিশ্বকাপ না জিততে পারলেও অসংখ্য অর্জন তার ঝুলিতে। যা তাকে সর্বকালের সেরাদের কাতারে এনে দাঁড় করিয়েছে। তবে যে যাই বলুক- মেসি ও রোনালদো দুজনই এখনো দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে।

আন্তর্জাতিক বিরতিতে কয়েক ঘণ্টার ব্যবধানে মাঠে নেমেছিলেন দুই বিশ্বসেরা ফুটবলার। জয় পেয়েছেন দুজনই। এমনকী দলকে জেতানোর রাতে রেকর্ডও ছুয়েছেন। যেন কেউ কাউকে ছাড়িয়ে গেলেন না। 

পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন মেসি। আর এ গোলের সুবাদে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৮০০ গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ১০১৭ ম্যাচে ৮০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর খেলতে নেমে পুরো আর্জেন্টিনা দল এদিন আবেগতাড়িত হয়ে পড়েছিল। ম্য়াচের ৭৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। শেষ মুহূর্তে গোল করেন লিও। রোনালদোর পর ৮০০ গোলের মাইলফলকে এবার মেসি। 

 

অন্যদিকে, মেসির নজিরের দিনে খবরের শিরোনামে ওঠে এলেন রোনালদো। বিশ্বকাপের প্রথম একাদশে তাকে না রাখার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েন তৎকালীন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোষ। তবে ইউরোর যোগ্যতা অর্জন পর্বের শুরুতেই রোনালদোকে দলে নেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই জোড়া গোলের পাশাপাশি জোড়া নজিরও গড়েন সিআরসেভেন।

বৃহস্পতিবার ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। লিখটেনস্টাইনের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় রোনালদোরা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল আসে রোনালদোর। তারপর ৬৩ মিনিটে ফের ফ্রি-কিক থেকে গোল। ১০০টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার নতুন নজির গড়লেন সি আর সেভেন। এছাড়াও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজিরও এখন তার দখলেই।