NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

আইপিএলের প্রথম অংশে খেলতে পারবেন না সাকিব-লিটনরা


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৫ এএম

>
আইপিএলের প্রথম অংশে খেলতে পারবেন না সাকিব-লিটনরা

চলতি মাসের শেষের দিকেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ান লিগের (আইপিএল) এবারের আসর। আর এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান এবং লিটন দাস। এছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। কিছুদিন আগেই জানা গিয়েছিল লিটন ও সাকিব বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন আইপিএল খেলতে। তবে জাতীয় দলের খেলা থাকায় শুরুতেই ছাড়পত্র পাচ্ছেন না তারা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে পাপন জানান, 'আইপিএলে যখন নাকি নিলামে ডাকা হয় তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন খেলতে পারবে। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। ওটা জেনেই তাদেরকে আইপিএলের নিলামে নিয়েছে, সিম্পল। এরপর আর কোনো কিছু পরিবর্তন হলে আমরাই আপনাদেরকে বলব। আপাতত আর তো কোনো পরিবর্তন আসে নাই। কাজেই যেটা ছিল সেটাই আছে।'

তার মানে বাংলাদেশের খেলা হলে এই তিন ক্রিকেটার দলে থাকবেন এমন প্রশ্নে পাপন বলেন, 'না থাকার তো আমি কোনো অপশনই দেখি না। আমার কথা হচ্ছে এটা যদি এমন হতো তাদেরকে বলেছি আমরা ভেবে চিন্তে দেখতেও পারি। এই ধরণের কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে তাহলে একটা সন্দেহ থাকত, আমরা তো ক্লিয়ারকাট বলেই দিয়েছি। কাজেই আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই আছি, সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সত্যি কথা বলতে।'