NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

অস্কারে যেতে ৮০ কোটি টাকা খরচ, ক্ষুব্ধ ‘আরআরআর’ প্রযোজক


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৯ এএম

>
অস্কারে যেতে ৮০ কোটি টাকা খরচ, ক্ষুব্ধ ‘আরআরআর’ প্রযোজক

একের পর এক পুরস্কার জয় করছে তেলেগু ছবি ‘আরআরআর’। মাতিয়েছে অস্কারও। তবে তার আগে নতুন করে বিতর্কের মুখে পড়ে এস রাজামৌলির এই ছবিটি। 

এক অনুষ্ঠানে তেলেগু পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ দাবি করেন, “রাজামৌলির ‘আরআরআর’ ছবির বাজেট ছিল ৬০০ কোটি টাকা। তার ওপর অস্কারের প্রচারের জন্য ওরা আরও ৮০ কোটি টাকা খরচ করেছেন। ওই টাকায় তো আমরা ৮-১০টা ছবি বানিয়ে ফেলব!”

শোনা যায়, অস্কারের মঞ্চে জায়গা পেতে কোটি টাকা খরচ করেছেন ‘আরআরআর’ টিম। অস্কারের মূল অনুষ্ঠানে দর্শকাসনে বসতে ২০ লাখ টাকা করে খরচ করতে হয়েছে ছবির পরিচালক থেকে কলাকুশলীদের। 

অস্কারের জন্য প্রচারে এমন টাকা খরচে বেশ ক্ষুব্ধ হয়েছেন ‘আরআরআর’ প্রযোজক ডিভিভি দানাইয়া। তিনি বলেন, কেউ একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ৮০ কোটি টাকা ব্যয় করে না। তাহলে তো কোনও লভ্যাংশ-ই থাকবে না।

প্রসঙ্গত, অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ, স্ত্রী উপাসনা কোনিদেলা, জুনিয়র এনটিআর, এমএম কিরাবানি, চন্দ্রবোস, নাটু নাটু গায়ক কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ, এবং অন্যান্যরা। যদিও টাকা দিয়ে টিকিট কেটে অস্কার অনুষ্ঠানে যাওয়া নিয়ে মুখ খোলেননি রাজামৌলি ও তাঁর ছবির দুই নায়ক।