NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

কংগ্রেসে গ্রেগরি মিক্স’র ২৫ বছর


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:৫৪ এএম

কংগ্রেসে গ্রেগরি মিক্স’র ২৫ বছর

নিউইয়র্ক: কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার (২১ মার্চ) কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সকে ঘিরে নিউইয়র্ক অঞ্চলের তারকা-রাজনীতিক এবং কম্যুনিটি নেতৃবৃন্দের অভ’তপূর্ব এক মিলনমেলা বসেছিল ম্যানহাটানে একটি ক্লাবে। 

আলো ঝলমল পরিবেশে অংশগ্রহণকারি সকলেই গ্রেগরি মিক্স সামনের বছরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমক্র্যাটদের হাতে আনার অভিপ্রায়ে জোরালো ভূমিকায় অবতীর্ণ হবার সংকল্প ব্যক্ত করেন। 

আর এমনটি হলেই কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির পুনরায় চেয়ারম্যান হতে পারবেন গ্রেগরি মিক্স এবং কংগ্রেসের নিম্নকক্ষের নেতা হবেন নিউইয়র্কের আরেক ডেমক্র্যাট হাকিম জেফরী। 

 

মার্কিন কংগ্রেসে ইতিহাস রচনা করে সর্বপ্রথম ফরেন এফেয়ার্স কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আফ্রিকান-আমেরিকান গ্রেগরি মিক্স। তাকে অভিবাদন-সম্বর্ধনা জানানোর এ আয়োজনে নিউইয়র্কের এটর্নী জেনারেল লেটিশা জেমস (আফ্রিকান-আমেরিকান), নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার অ্যারিয়েনা ইডি এডামস( আফ্রিকান-আমেরিকান), সিটি মেয়র এরিক এডামস (আফ্রিকান-আমেরিকান), ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনিসা গিবসন (আফ্রিকান-আমেরিকান) উল্লাস করেন বহুজাতিক এ সমাজে সকল বর্ণের প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকায়।

উল্লেখ্য, কুইন্স বরোর প্রেসিডেন্ট ডনোভ্যান রিচার্ডস জুনিয়র (আফ্রিকান-আমেরিকান) অবশ্য অনুষ্ঠানে আসেননি। কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটজ  (শ্বেতাঙ্গ আমেরিকান) শুভেচ্ছা বক্তব্যে গ্রেগরি মিক্সের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রশংসা করেন এবং সামনের দিনে আরো বড় ভূমিকায় অবতীর্ণ হয়ে কম্যুনিটি তথা গোটাবিশ্বের সামগ্রিক কল্যাণে অধিকতর অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন। 

এ অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম ছিলেন মূলধারার রাজনীতিক ও বিএনপি নেতা গিয়াস আহমেদ। কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী ছাড়াও ছিলেন মূলধারায় প্রবাসীদের পথিকৃত মোর্শেদ আলম, সালেহা মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, ইঞ্জিনিয়ার আবুল হাসানও ছিলেন কংগ্রেসম্যানের পাশে। 

গ্রেগরি মিক্স এসময় প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সামনের দিনগুলোতেও তাদের আন্তরিক সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকা থেকে নির্বাচিত গ্রেগরি মিক্স জ্যামাইকান আমেরিকান হলেও সকল বর্ণ-ধর্ম-গোত্র আর সম্প্রদায়ের সাথেই ঘনিষ্ঠভাবে যুক্ত। জনপ্রতিনিধি হিসেবে কেউ তার কাছে বৈষম্যের শিকার হয়েছেন-এমন অভিযোগ কখনো উঠেনি বলেই দীর্ঘ ২৫ বছর যাবত একই আসনে জয়ী হয়ে আসছেন। 

গ্রেগরি বাংলাদেশ সফর করেছেন একাধিকবার। এজন্যে প্রবাসীদের ব্যাপারে তার আন্তরিকতা কখনো কমেনি। বাংলাদেশের প্রশংসার সময় তিনি প্রবাসীদেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন সবসময়। এই সমাবেশে প্রবাসীদের উপস্থিতি তাকে আরো উৎসাহিত করবে বাংলাদেশের ব্যাপারে-এমন অভিমত পোাষণ করেছেন গ্রেগরি।