NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

সনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি, গাড়িচালক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৩ এএম

>
সনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি, গাড়িচালক গ্রেপ্তার

সনু নিগমের বাবার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি করেছে বলে অভিযোগ তার বাবা আগামকুমার নিগমের। ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ঘটনা ঘটেছে।

মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ে থাকেন সনু নিগমের বাবা। তিনি জানান, সেখানেই ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার ওয়াশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। এদিন সনু নিগমের বোন নিকিতা থানায় এসে অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগ অনুযায়ী, আগামকুমারের কাছে এক ব্যক্তি ৮ মাসের জন্য কাজ করেছিলেন। তার নাম রিহান। কিন্তু সম্প্রতি তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত খারাপ কাজের জন্যই তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়। 
রোববার দুপুরে সনু নিগমের বাবা তার বোন নিকিতার বাড়িতে গিয়েছিলেন লাঞ্চের জন্য। বিকেলে ফিরে এসে তিনি তার মেয়েকে ফোন করে জানান যে তার ৪০ লাখ টাকা চুরি হয়ে গিয়েছে। এই টাকাটা তিনি একটি কাঠের আলমারির ডিজিটাল লকারে রেখেছিলেন।

এরপর দিন তিনি যখন তার ছেলের বাড়িতে যান ভিসা সংক্রান্ত কাজের জন্য তখন বিকেলে ফিরে এসে দেখেন আরও ৩২ লাখ টাকা নেই লকারে।

আগামকুমার এবং নিকিতা যখন  তাদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করেন তখন দেখেন দুদিনই তার অবর্তমানে রিহান সেই বাড়িতে আসেন ব্যাগ নিয়ে।

গায়কের বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, রিহান হয়ত ডুপ্লিকেট চাবি দিয়ে তাদের ফ্ল্যাটে ঢুকে এ চুরি করেছেন।

নিকিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রিহানের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া ৩৮০, ৪৫৪, এবং ৪৫৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রিহানকে।