NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

শাকিবকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা : বুবলী


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৯ এএম

>
শাকিবকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা : বুবলী

শাকিব খান ইস্যুতে বেশ নড়েচড়ে বসেছে ঢালিউডপাড়া। ‘ধর্ষণ’সহ একাধিক গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে থানা-পুলিশ, ডিবি কার্যালয় ঘুরে এসেছেন ঢালিউড কিং। জানা গেছে, সমস্ত অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে চান তিনি। এবার অভিনেতাকে সমর্থন জানিয়ে কলম ধরলেন শাকিবপত্নী ও চিত্রনায়িকা শবনম বুবলী।

সোমবার (২০ মার্চ) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে নিজের অভিমত তুলে ধরেন নায়িকা। বুবলী লেখেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কিনা প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে!’

এত বছর আগের অভিযোগ, তখন কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না? বুবলীর প্রশ্ন, ‘আচ্ছা শুটিং চলাকালীন এত এত অভিযোগ যখন টের পেয়েছিল ওনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু’পক্ষের কথা শোনা হলো না?’

ঘটনা ঘটার দুই বছর পর শাকিব পুনরায় শুটিং করতে অস্ট্রেলিয়া যান। তিনি যদি অপরাধী হতেন তাহলে পুলিশ তাকে শুটিংয়ের অনুমতি দিত না কিংবা শাকিব নিজেও যেতেন না বলে জানান বুবলী।

তিনি আরও লেখেন, “২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ শুটিং এর পর ২০১৮ সালে শাকিব খান তার ‘সুপার হিরো’ নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সাথে প্রায় ২০ দিনে অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন। উনি যদি অপরাধী হতেন তাহলে তো অস্ট্রেলিয়ার পুলিশ শুটিংয়ের অনুমতিই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।’

খাবার নিয়ে অভিযোগের ব্যাপারেও বিরক্তি প্রকাশ করেন বুবলী। তার লেখায়, ‘খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে , উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক খরচ হতো!’

হোটেল রুমে নারী সংক্রান্ত ব্যাপারে তার প্রশ্ন, ‘মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে। মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কী করছিলেন? কী তার বা তাদের উদ্দেশ্য ছিল?’

এত কিছুর পরও শাকিব ছবিটি শেষ করতে চেয়েছিলেন। কয়েকবার নাকি শিডিউলও দিয়েছিলেন বলে জানান ‘বসগিরি’ নায়িকা। আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নায়িকা।

শাকিবের বিরুদ্ধে একটি কুচক্রি মহল বরাবরই সক্রিয় জানিয়ে বুবলী লেখেন, ‘কয়েক বছর ধরে দেখছি, একটা চক্র কিছুদিন পর পরই শাকিব খানকে নিয়ে ওঠেপড়ে লাগে। নানান চক্রান্তে মেতে ওঠে। বিষয়টা যেন এমন, তাকে হটিয়ে দিতে পারলেই আমরা রাজা। কিন্তু তার লাখো কোটি ভক্তরা কখনোই তা হতে দেয়নি, দেবেও না। সব সময়ই তারা তাকে আগলে রাখে। শক্তি দিয়ে এগিয়ে নেয়।’

শাকিবকে আত্মবিশ্বাস ও সমর্থন জুগিয়ে সবশেষ বুবলী লেখেন,  ‘রাজা সর্বদাই রাজা। সুপারস্টার সব সময়ই সুপারস্টার।’