NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

অপু-নিরব নন, পড়ে গিয়েছিলেন মেহজাবীনও!


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০৬:৩১ এএম

>
অপু-নিরব নন, পড়ে গিয়েছিলেন মেহজাবীনও!

সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক নিরব নাচের তালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে মঞ্চের মেঝেতে উপুড় হয়ে পড়ে যান। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে! এবার এ চর্চায় নিজেকে শামিল করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। ফেসবুকে নিজের সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। এ প্রসঙ্গে চারটি ঘটনার অবতারণা করেন মেহজাবীন।

প্রথম ঘটনাটির বর্ণনায় তিনি জানান, সবেমাত্র প্রাইমারি পেরিয়ে মাধ্যমিকে পা রেখেছেন। সেখানে ক্লাসরুমে মজা করতে গিয়ে বেশ লজ্জায় পড়েন অভিনেত্রী। মেহজাবীন লেখেন, ‘ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হাঁ করে তাকিয়ে ছিল আমার দিকে।’

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে একটি অভিজাত হোটেলে। এবার আশপাশে জনসংখ্যার উপস্থিতি প্রথমবারের তুলনায় চারগুণ বেশি। অভিনেত্রীর লেখায়, ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’

তৃতীয় ঘটনাটি ছিল বেশ ভয়ানক। এটি ঘটেছে শুটিং সেটে। একটু উনিশ-বিশ হলেই ঘটে যেত পারত বড়সড় রকমের দুর্ঘটনা। তবে সেবার কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন বলে জানান অভিনেত্রী। মেহজাবীন লেখেন, ‘শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি। সিঁড়ি থেকে নামছিলাম ফোনে মেসেজ টাইপ করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় মেসেজ টাইপ করব না, কসম কাটলাম।

চতুর্থ ঘটনাটির অবতারণা করেছেন কিছুটা মজার ছলে। মজা করে বললেও এটা আমাদের সবার সঙ্গেই ঘটে। সবশেষ তিনি লেখেন, “আর সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ‘ঝামেলা’। প্রায় প্রতিদিনই পড়ি।”

নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা তুলে ধরেই থেমে যাননি মেহজাবীন চৌধুরী। প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনুরাগীদের কোর্টে। তার জিজ্ঞাসা, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’