ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে আলোচনা করেন তিনি।
বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এই আইন বাতিল করা দরকার, এর বিকল্প নেই। ঢেলে সাজালেও এই আইন গ্রহণযোগ্য হবে না। তাই পুরো আইন বাতিলের দাবি জানানো হয়েছে।