NYC Sightseeing Pass
Logo
logo

ডিজিটাল আইন সংশোধনের চেষ্টা চলছে : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০০ এএম

ডিজিটাল আইন সংশোধনের চেষ্টা চলছে : আইনমন্ত্রী

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে আলোচনা করেন তিনি।

বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে। এই আইন বাতিল করা দরকার, এর বিকল্প নেই। ঢেলে সাজালেও এই আইন গ্রহণযোগ্য হবে না‌। তাই পুরো আইন বাতিলের দাবি জানানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য চেষ্টা চলছে। এই আইনের প্রয়োজনীয়তা আছে। তবে ত্রুটিগুলো দূর করার চেষ্টা চলছে। ৩০ মার্চ পরবর্তী মিটিং করে সিদ্ধান্ত আসতে পারে। ডাটা প্রটেকশন অ্যাক্ট বা তথ্য সুরক্ষা আইন নিয়ে এরই মধ্যে বেশ কিছু মন্তব্য ও পরামর্শ এসেছে। আগামী ৬ এপ্রিল আবার মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।