ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মুক্তিযুদ্ধের অসাধারণ ও দুর্লভ সব ছবির চিত্রগ্রাহক, প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ফটোসাংবাদিকের ছেলে নিজাম উদ্দিন হায়দার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের পক্ষ থেকে এই কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।