খবর প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া "Innovation for a gender equal future" শ্লোগান নিয়ে গত ১১ মার্চ (শনিবার) বিকেল সাড়ে ৬ টায় সিডনির মিন্টুস্থ রণ মূর কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে।
প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কামরুন চৌধুরী লিন্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকোয়েরি ফিল্ডের সংসদ সদস্য আনোলাক চ্যান্টিভং এমপি, ডাঃ জেসি চৌধুরী, প্রাক্তন সভাপতি বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস, নারী সংগঠক ও কাউন্সিলর ড. সাবরিন ফারুকী, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মুহাম্মাদ খলিলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধমে অনুষ্ঠান শুরুর পর সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন আক্তার মুন্নি তার বক্তব্যে সকল আমন্ত্রিত অতিথি, ক্লাবের সদস্য ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি যারা সদস্য হয়েছেন তাদের সাধুবাদ জানিয়ে প্রবাসী সকল নারীদের কল্যানে এগিয়ে আসার আমন্ত্রণ জানান।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আলোচনার প্রথম পর্বে অংশ নেন, ডা. জেসি চৌধুরী, ড. সাবরিন ফারুকী, ডা. শায়লা ইসলাম। মাগরিবের নামাজের বিরতির পর অংশ নেন আনোলাক চ্যান্টিভং, মুহাম্মাদ ইব্রাহিম খলিল মাসুদ, মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রুবায়েত হক সাথী, ড. খাইরুল চৌধুরী, ডা. আইয়াজ চৌধুরী, শফিকুল ইসলাম, আবদুল খান রতন প্রমুখ।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন তার বক্তব্যে বলেন, আমরা দৃঢ়ভাবে আশা করছি নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আরও বেগবান হবে। তিনি সকল আমন্ত্রিত অতিথিদের আসার জন্য ধন্যবাদ ও আগামীতে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।
কবিতা আবৃতি করেন, নুসরাত জাহান সৃতি ও পলি ফরহাদ। গান পরিবেশন করেন অমিয়া মতিন ও ইলোরা। লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সদস্যরা অতিথিদের সাথে নিয়ে নারী দিবস উদযাপনের কেক কাটেন। অনুষ্ঠানের শেষ পর্বে কাজী সামসুল আলম রুবেল ফারুক আহমেদ ও সৈয়দ আজিম চঞ্চল রাতের খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় জন্মভূমি টেলিভিশন অস্ট্রেলিয়া।