ঢাকা: পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলা। তিনি বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে ভারত সরকার অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতিও প্রশংসনীয়।
বাহরাইনের রাজধানী মানামা সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে এক্সিবিশন ওয়ার্ল্ড বাহরাইনের কনভেনশন ক্লাস্টার রুমে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। আজ রবিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পিকার বলেন, 'বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভারতের ভূমিকা এদেশের মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করা জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত-বাংলাদেশ একত্রে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে।'
তিনি আরো বলেন, 'ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থাপনাসহ নানান ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে।'
ভারত জি-২০ (এ-২০) এর নেতৃত্ব গ্রহণ করায় ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার মাধ্যমে ভারতীয় নেতৃত্বকে অভিনন্দন জানান স্পিকার।
লোকসভার স্পিকার ওম বিরলা বলেন, 'জি-২০ (এ-২০) এর কার্যক্রমের অংশ হিসেবে সংসদীয় সম্পর্ক আরো জোরদারকরনে ভারতীয় লোকসভা পি-২০ (চ-২০) সম্মেলনের আয়োজন করবে, যাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।'
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শাহে আলম, রাজী মোহাম্মদ ফখরুল, উম্মে কুলসুম স্মৃতি, রাহগির আলমাহি এরশাফ ও উম্মে ফাতেমা নাজমা বেগম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম ও যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ প্রমুখ।