খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম
পর্তুগালের বন্দর নগরী পোর্তোর স্থানীয় একটি রেস্টুরেন্টে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আওয়ামী লীগ পোর্তো শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পোর্তো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, মনির খান, কোষাধ্যক্ষ ইমন শাহ্, সহ সাংগঠনিক এবং পোর্তো যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মাস্টার প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পোর্তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তার কালজয়ী ভাষণের মাধ্যমে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণগুলোর অন্যতম। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চই কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন সেই ভাষণের মাধ্যমে।