NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

চাইলেই এখন ওমরাহ করতে পারবেন এই পাঁচ দেশের প্রবাসীরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৫২ এএম

>
চাইলেই এখন ওমরাহ করতে পারবেন এই পাঁচ দেশের প্রবাসীরা

তেলের ওপর থেকে আর্থিক নির্ভরতা কমাতে পর্যটনসহ অন্যান্য খাতে নজর দিচ্ছে সৌদি আরবের সরকার। এর অংশ হিসেবে সাধারণ মানুষ যেন খুব সহজেই ঘুরতে বা ওমরাহ করতে সৌদিতে আসতে পারেন, সে লক্ষ্যে নানান উদ্যোগ নিয়েছে দেশটি।

এবার সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগী কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন ও কাতারের প্রবাসীরা এখন খুব সহজে সৌদি আরবের ই-পর্যটন ভিসা পাবেন। আর এ ভিসা দিয়ে প্রবাসীরা সৌদি আরবে ঘুরতে পারবেন; আবার চাইলে পবিত্র ওমরাহও পালন করতে পারবেন। তবে হজের মৌসুমে পর্যটন ভিসা দিয়ে ওমরাহ করা যাবে না।

বৃহস্পতিবার (৯ মার্চ) এ ঘোষণা দিয়েছে তেলসমৃদ্ধ দেশটির পর্যটন মন্ত্রণালয়।

আগে জিজিসিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট পেশায় নিযুক্ত প্রবাসীরা সৌদি আরবের পর্যটন ভিসা পেতেন। কিন্তু এখন কে কি কাজ করেন, সেটি আর মুখ্য বিষয় থাকবে না। এই পাঁচ দেশের যে কেউ চাইলেই এখন পর্যটন ভিসার আবেদন করতে পারবেন এবং পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

এছাড়া প্রবাসীরা তাদের পরিবারের সদস্যদের ও গৃহকর্মীর জন্যও পর্যটন ভিসার আবেদন করতে পারবেন।

খুব সহজেই ভিজিট সৌদি এ ওয়েবসাইটে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন তারা। তবে এ জন্য শর্ত হলো— ওই পাঁচ দেশের প্রবাসীদের কমপক্ষে তিন মাসের থাকার অনুমোদন থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে।

 ওমরাহ করার প্রক্রিয়া সহজ করেছে সৌদি আরব

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজে যেন মুসুল্লিরা ওমরাহ পালন করতে পারেন সে পদক্ষেপ হাতে নিয়েছে সৌদি আরবের সরকার। আগে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থাকলেও এখন এটি ৯০ দিন করা হয়েছে। ওমরাহ পালনে আগ্রহীরা সৌদি আরবে আকাশ, স্থল ও বিমান যে কোনো পথেই আসতে পারবেন এমন ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সৌদি আরবের যে কোনো বিমানবন্দর দিয়ে পর্যটকরা আবার ফিরেও যেতে পারবেন।