NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়।

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ১২ বল হাতে রেখেই। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। রনির (২১) বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন লিটনও (১২)। এরপর তৃতীয় উইকেটে ৬৫ রান আনেন নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। হৃদয় ২৪ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশত তুলে নেন শান্ত।

২৭ বলে অর্ধশত পূরণ করা শান্ত ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে থামেন। মার্ক উডের একটি ওভারেই ১৭ রান নিয়েছিলেন তিনি। ১১২ রানে শান্তর বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন দলকে জিতেছে মাঠ ছাড়েন। সাকিব ২৪ বলে ৩৪ ও আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ করে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার ৪২ বলে ৬৭ রানের ইনিংসে খেলেন। এছাড়া ফিলিপ সল্টের অবদান ৩৫ বলে ৩৮। বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২০ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে শান্তর হাতে।