NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

মেসির জন্য ম্যাচ আয়োজন করছে বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৮:০১ পিএম

>
মেসির জন্য ম্যাচ আয়োজন করছে বার্সেলোনা

লিওনেল মেসিকে দলে পেতে বিভিন্ন ক্লাবের যেন লাইন ধরার মতো পরিস্থিতি! অবশ্য হবেই বা না কেন! বাঁ-পায়ে অসাধারণ নৈপুণ্য দেখানো বিশ্বজয়ী এই আর্জেন্টাইন মহাতারকার পায়ে সাফল্য লুটোপুটি খাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর জিতেছেন গোল্ডেন বুট ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। কিন্তু কোন ক্লাবটি তার ভবিষ্যত গন্তব্য হতে যাচ্ছে, সেই জল্পনা এখনও থামছে না। সাবেক বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছেদ হয়েও যেন হচ্ছে না। তার জন্য এবার ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে। তবে মেসিকে দলে রাখতে নতুন করে তোড়জোড় চালালেও তিনি তাতে সাড়া দিচ্ছেন না। গণমাধ্যমের খবর, পিএসজির ভবিষ্যত পরিকল্পনা পছন্দ হয়নি মেসির। এরপর মেসি নিজেও জানিয়েছেন পিএসজির প্রথম বছরটা কষ্টে কাটিয়েছেন তিনি। পরক্ষণে বর্তমানে ফরাসি ক্লাবের সঙ্গে মানিয়ে উঠেছেন বলে থেকে যাওয়ার ইঙ্গিতও যেন দিয়ে রেখেছেন।

এর আগে সম্প্রতি মেসির বাবা জর্জিও মেসি বার্সেলোনা সফরে গিয়েছিলেন। কিন্তু সেখানে মেসির কাতালোনিয়ায় ফেরার ব্যাপারে বার্সার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলায় সেই আলোচনার ইতি ঘটে। পরে অবশ্য বার্সা ভ্রমণে গিয়েছিলেন মেসিও। তবে সেটিও ছিল শুধুমাত্র বন্ধু ও সতীর্থদের সঙ্গে সময় কাটানোর তাগিদে। কিন্তু এর মাঝেই নতুন করে মেসিকে নিয়ে কথা বলেছেন বার্সা সভাপতি লাপোর্তা।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে মেসির সঙ্গে বার্সা সভাপতির কথোপকথনের কথা উল্লেখ করা হয়। লাপোর্তা জানিয়েছেন, ‘আমি জর্জ মেসির (মেসির বাবা) সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে অনবদ্য অবদান রাখা মেসির জন্য আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই।’

এরপরই মেসির দলবদল প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, ‘মেসি বর্তমানে পিএসজিতে খেলছে। তাই সে ফিরবে কি ফিরবে না সে বিষয়ে কথা বলতে চাই না।’

কাতালান ক্লাব সভাপতির এমন বার্তায় বার্সার দরজা যে এখনও মেসির জন্য খোলা রয়েছে সেই ইঙ্গিতই পাওয়া গেছে। এর আগে অবশ্য ক্লাব কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও বলেছিলেন, ‘বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো। ওর জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে। অন্তত যতদিন আমি কোচ থাকব, ততদিন মেসির জন্য দরজা খোলা থাকবে। এই সিদ্ধান্তটা নির্ভর করছে মেসির উপর। ক্লাবের উপর নয়।’