NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

দলে এলেন, দেখলেন এবং বাদও গেলেন


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৯ পিএম

>
দলে এলেন, দেখলেন এবং বাদও গেলেন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগমুহূর্তে বৃহস্পতিবার টাইগার স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। তবে শুক্রবার মাঠে নামা হয়নি এই ব্যাটারের, কাটিয়েছেন ডাগআউটে। অবশ্য দলে ডাক পাওয়ার একদিন পরই আবার দল থেকে বাদ পড়লেন তিনি।

সোমবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে। আর সেই ম্যাচের দল থেকে ছিটকে গিয়েছেন যুববিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। শামীমের সঙ্গে বিষয়টি ঠিক এমন দাঁড়াল যে, দলে আসলেন দেখলেন আবার বাদও গেলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্যও শামীম রয়েছেন বাংলাদেশ দলে।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।