NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

নিউইয়র্কে ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক, পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৮ এএম

নিউইয়র্কে ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক, পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা

নিউইয়র্ক: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ২৬ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে পিঠা উৎসবের পাশাপাশি পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কন্সাল আসিফ উদ্দিন আহমেদ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি সিভিল কোর্ট জাজ এটর্নী সোমা সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুজিবুল হাসান, পরেশ সাহা, মোহাম্মদ আলী সিদ্দিকী, আতিয়ার রহমান, মো. মনিরুল ইসলাম লাব্বু, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান বাবলু, আারফুজ্জামান মোরøা, দিরিপ কুমার রায় প্রমুখ।
আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় সমিতি’র নতুন কমিটি। কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মুজিবুল হাসান।
জাকজমকপূর্ণ পরিবেশে ফরিদপুরবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এস এম লুৎফর রহমান বাবলু এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. ইমরোজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। সমিতির সভাপতি মো. ইমরোজ হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফরিদপুরবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। বলেন, আমাদের প্রধান কাজই হবে ফরিদপুরবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দন দত্ত ও হাডসন রিভার ব্যান্ড’র শিল্পীবৃন্দ। ব্যান্ডের সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ ফয়েজ (ভোকাল), আহ্মেদ টিটু (গীটার ও ভোকাল), জোসেফিন মিষ্টি (ভোকাল), আব্দুল কাদের (হ্যান্ডসনিক) ও জুয়েল (কিবোর্ড)। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।