NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

যুক্তরাজ্যে বিনা টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৫২ পিএম

>
যুক্তরাজ্যে বিনা টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ বিনা টাকায় দেখা যাবে যুক্তরাজ্যে। এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পেতে স্কাই স্পোর্টস যে পরিমাণ টাকা খরচ করেছে, টিভি চ্যানেলটিকে তা পরিশোধ করে দেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্কাই স্পোর্টসের পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সিরিজই সরাসরি দেখা যাবে ইসিবির ওয়েব সাইটেও। শুধুই টিভি এবং অনলাইনই নয়, যুক্তরাজ্যে রেডিওতেও শোনা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সরাসরি ধারাভাষ্য। রেডিও প্রতিষ্ঠান হিসেবে চুক্তি করেছে টকস্পোর্ট। 

অথচ কয়েক দিন আগেও যুক্তরাজ্যে এই সিরিজ দেখা নিয়ে শঙ্কা ছিল। বেশ কয়েকজন ইংলিশ তারকা ক্রিকেটার এই সফরে খেলতে না আসায় সম্প্রচার স্বত্ব নিয়ে অনাহী দেখা গিয়েছিল চ্যানেলগুলোর মধ্যে। কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছিল, দ্বিপাক্ষিক সিরিজে লাভ কম হওয়ায় বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ কম চ্যানেলগুলোর।  যদিও শেষ মুহূর্তে কেটে গেছে সেই শঙ্কা।

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। মিরপুরে শেষ দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।