NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জুহির সাবেক স্বামী শচিন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৭ এএম

>
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জুহির সাবেক স্বামী শচিন

একসময় সর্বমহলে পরিচিত মুখ ছিলেন জুহি পরমার। ‘কুমকুম’ নামে এক ডাকে তাকে চিনতেন সবাই। ২০০৯ সালে অভিনেতা শচিন শ্রফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রায় আট বছরের সংসার ছিল তাদের। বিয়ের দুই বছর পর থেকেই তাদের সাংসারিক অশান্তির খবর শোনা গিয়েছিল।

যদিও পরে সেই গুঞ্জন উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য আর গুঞ্জন থাকেনি। সত্যিই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা জুটির। এবার ফের বিয়ের পিঁড়িতে বসেছেন জুহির প্রাক্তন স্বামী শচিন।

সদ্য পঞ্চাশে পা দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকে তারক মেহতার চরিত্রে অভিনয় করছেন শচিন। 

জানা গেছে, পাত্রী চাদনি কোঠি শচিনের বোনের বান্ধবী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। তাদের বিয়েতে দিলীপ জোশি, মুনমুন দত্ত, জেনিফার মিস্ত্রি বাঁশিওয়াল, সুনয়না ফওজদারের মতো তারকারা উপস্থিত ছিলেন।

দুই পরিবারের দেখাশোনায় বিয়ে হয় তাদের। পূর্বে তিক্ত অভিজ্ঞতা থাকলেও ভালবাসার প্রতি আস্থা হারাননি শচীন। পুরনো অভিজ্ঞতাকে বিদায় জানিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা।