NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

দুর্নীতিবাজরাই নীতির কথা বলে : কাদের


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ এএম

দুর্নীতিবাজরাই নীতির কথা বলে : কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ভূত বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘বিএনপির মুখে সন্ত্রাসের বুলি, ভূতের মুখে রাম রাম।’ বৃহস্পতিবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

মন্ত্রী বলেন, শহীদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে। শহীদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা আজ সন্ত্রাসের কথা বলে।

এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে এ আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।