NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জকোভিচ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৭ এএম

>
গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জকোভিচ

বিশ্ব টেনিসে দুর্দান্ত এক মাইফলক স্পর্শ করলেন সার্বিয়ার পুরুষ তারকা নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি সময় ধরে টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার রেকর্ডে জার্মানির স্টেফি গ্রাফের বিশ্বরেকর্ড স্পর্শ করেন তিনি।

টেনিস ক্যারিয়ারে রেকর্ড ৩৭৭ সপ্তাহ টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন গ্রাফ। র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে গ্রাফের সমান ৩৭৭ সপ্তাহ পূর্ণ করলেন জকোভিচ। আগামী সপ্তাহ পার হলেই গ্রাফকে ছাড়িয়ে র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার বিশ্ব রেকর্ডের মালিক হবেন জকোভিচ।

১৯৮৭ সালে প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন গ্রাফ। এরপর বিভিন্ন সময়ে এক নম্বরের স্থানে জায়গা করে নেন তিনি। ১৯৯৭ সালে সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক গ্রাফ।
 
২০১১ সালে প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। এখন পর্যন্ত সর্বমোট ৩৭৭ সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পূর্ণ করলেন তিনি।

১৯৭৩ সালে চালু হয় পুরুষদের টেনিস র‌্যাংকিং। পুরুষদের দুই বছর পর চালু হয় নারীদের র‌্যাংকিং।