NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা সুজনের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ পিএম

>
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা সুজনের

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলারের নেতৃত্বে দলের সঙ্গে আসছেন জফরা আর্চার-মঈন আলিরাও। তবুও এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের।  

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গ আসলে এই টিম ডিরেক্টর বলেন, ‘ইংল্যান্ড বিশ্বসেরা দল। এটা মেনে নিতে হবে তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু ঘরের মাঠে আমরাও যে ভালো দল সেটা প্রমাণ করেছি (অতীতে)। এটা মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। ওয়ানডেতে তো আমরা অবশ্যই শক্তিশালী দল। সত্যি কথা বলতে ওয়ানডেতে আমরা সিরিজ জয় তো আশা করতেই পারি।’   

ওয়াডেতে বাংলাদেশ ভালো দল হলেও সেই তুলনায় টি-টোয়েন্টিতে একটু পিছিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। সুজন নিজেও অকপটে জানালেন সেটা। তবে তিনি আশা ছাড়ছেন না। জানিয়ে দিলেন, এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো করবে।  

সুজন যেমনটা বলছিলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটায় আমরা এখনো পিছিয়ে আছি। বিপিএলটা আমার কাছে অর্থবহ। হয়তো অনেক কোয়ালিটি বোলিং ছিল না, ভালো পেসার আসেনি। কিন্তু ছেলেরা অনেক সাহস নিয়ে ব্যাটিং করেছে। আমাদের অনেক তরুণ এবার ভালো ক্রিকেট খেলেছে। এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এসব আমলে নিয়েই আশা করি সেরা দল বেছে নিবে। আরও ভালো ক্রিকেট খেলব। আশা করি, টি-টোয়েন্টিতেও এবার আমরা ভালো খেলব।’