NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

আইপিএলের ১০০০তম ম্যাচে খেলবে যে দুই দল


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩৪ এএম

>
আইপিএলের ১০০০তম ম্যাচে খেলবে যে দুই দল

যাত্রা শুরুর পর ১৬ বছরে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি প্রতিযোগিতায় পরিণত হয়েছে আইপিএল। এ বছরে আইপিএল পা রাখছে ১৬তম বর্ষে। আর এ আসরেই অনুষ্ঠিত হবে আইপিএলের ১০০০তম ম্যাচ। 

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে সেই ম্যাচে। ৬ মে চেন্নাইয়ে আইপিএলের ১০০০তম ম্যাচ খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মারা। 

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় সফল দল। ধোনিরা চ্যাম্পিয়ন হয়েছেন চার বার। তাই এই দু’দলকেই ১০০০তম ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

আইপিএলের ১০০০তম ম্যাচ হবে এ বারের প্রতিযোগিতায় দু’দলের দ্বিতীয় লড়াই। প্রথম বার মুম্বাই এবং চেন্নাই মুখোমুখি হবে ৮ এপ্রিল।  

৩১ মার্চ থেকে শুরু হবে এ বারের আইপিএল। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মাঠে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।  

এবার গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ হবে। ২১ মে শেষ হবে এ বারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা। ২৮ মে আইপিএলের ফাইনাল। এ বারের আইপিএলেও গত বারের মতো দু’টি গ্রুপ রয়েছে।