NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

জেল খাটা লামিচানে আবারও জাতীয় দলে


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৮:০২ এএম

>
জেল খাটা লামিচানে আবারও জাতীয় দলে

ধর্ষণের দায়ে কয়েক মাস জেল খেটেছেন নেপালের তারকা ক্রিকেটার  সন্দীপ লামিচানে। শুরুর দিকে জামিন না মিললেও কয়েকদিন আগে জেল থেকে মুক্তি মিলেছে এই ক্রিকেটারের। সঙ্গে জাতীয় দল থেকে বহিষ্কার আদেশ ও তুলে নেওয়া হয় তার ওপর থেকে। এবার জাতীয় দলেও সুযোগ পেয়ে গেলেন এই স্পিনার। 

চলতি মাসে ঘরের মাঠে নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল। এই সিরিজের দলেই ডাক পেয়েছেন লামিচানে। তবে লামিচানে দলে ফেরার পর সেটা নিয়ে আন্দোলনে নেমেছে দেশটির নারী অধিকার সংগঠনগুলো। 

গত বছর ধর্ষণের দায়ে অভিযুক্ত হন নেপালের জাতীয় দলের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে লামিচানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেপালের আদালত। এরপর গত বছর কাঠমুন্ডু বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। 

নারী অধিকার সংগঠনগুলোর আন্দোলনের মুখে লামিচানে ক্রিকেট থেকে বহিষ্কার করে নেপালের ক্রিকেট বোর্ড। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপির বিনিময়ে জামিন পান এই ক্রিকেটার। সুযোগ আসে জাতীয় দলে খেলার। এরপর থেকে আবারও আন্দোলনে সরব নারী অধিকার সংগঠনগুলো। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে নেপালের সুপ্রিম কোর্টে অবশ্য আপিল করবে রাষ্ট্রপক্ষ। তবে প্রথম থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে।