NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব
Logo
logo

রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ পিএম

>
রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন

রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আজ রাত ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন বলে আমাদের কাছে কোনো খবর আসেনি।