NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ঢাকা-কালিগঞ্জ রুটের লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ ও ভাড়া কমানোর দাবি


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:৫৫ এএম

>
ঢাকা-কালিগঞ্জ রুটের লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ ও ভাড়া কমানোর দাবি

ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) রুটের লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ ও ভাড়া কমানোর দাবি জানিয়েছে মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশের নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে ঢাকা-কালি (উলানিয়া) লঞ্চ যাত্রীদের কাছ থেকে। ওই এলাকায় দিনে পরিচালিত লঞ্চগুলো থেকে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণির যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়া আদায় করা হচ্ছে ৫০০-৮০০ টাকা। অথচ ঢাকা বরিশাল, ঢাকা-ভোলা, ঢাকা-পটুয়াখালী, ঢাকা ঝালকাঠিসহ অন্যান্য নৌ-রুটে সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হলেও ঢাকা-কালিগঞ্জ রুটে প্রায় দুই গুণ ভাড়া আদায় এক রকমের মরার ওপর খাড়ার ঘা।

আমরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি আমাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হোক। এই দাবি না মানলে আগামীতে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।

একই সঙ্গে তারা আরও ৪টি দাবি জানান। দাবিগুলো হচ্ছে— লঞ্চে সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে; যাত্রী হয়রানি বন্ধে প্রতিটি লঞ্চে কমপক্ষে ৪ জন আনসার সদস্য রাখার ব্যবস্থা করতে হবে; মরদেহ নেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ব্যবস্থা রাখতে হবে।

মানববন্ধন মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষে উপস্থিত ছিলেন মো. পারভেজ হাওলাদার, অ্যাডভোকেট জিয়াউর রহমান চৌধুরী, রুবেল তালুকদার মোমিন মেহেদী প্রমুখ।