NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৬ এএম

>
কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন

পপ সঙ্গীতের অন্যতম সুরকার এবং গীতিকার বার্ট ব্যাকারাক মারা গেছেন। বুধবার লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে তার। বার্ধক্যজনিত কারণে ব্যাকারাকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিনিধি। 

মৃত্যুকালে ব্যাকারাকের বয়স হয়েছিল ৯৪। ১৯২৮ সালের ১২ মে মিসৌরির কানসাস সিটিতে জন্ম বার্টের। তিনি বড় হয়েছেন নিউইয়র্কে। পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশো পপ গানে সুর দিয়েছেন বার্ট। 

তার অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- দ্য স্টোরি অব মাই লাইফ, আই স অ্যা লিটল প্রেয়ার, হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লাভ, দ্য লুক অব লাভ, ক্লোজ টু ইউ, ম্যাজিক মোমেন্টস ইত্যাদি। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুরে মন ছুঁয়েছে বহু সঙ্গীতানুরাগীর।

তিন বার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বার্ট। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে ৬টি গ্র্যামি পুরস্কার। ২০১৩ সালে তার আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।