NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ এএম

>
অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!

সবেমাত্র ‘বালিঝড়’ ধারাবাহিকের কাজ হাতে নিয়েছেন। একটু স্বস্তি নিয়ে শুটিং করবেন, কিন্তু তা আর হচ্ছে না। নতুন করে অস্বস্তিতে পড়তে হলো কলকাতার অভিনেত্রী তৃণা সাহাকে। হোয়াটসঅ্যাপে তৃণার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালেই সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণা সাহা। অভিনেত্রী জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে, সে-ই তৃণাকে ফোন করে আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।

ওই ব্যক্তি তৃণাকে হুমকি দেয় যে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। এ প্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।

‘বালিঝড়’ অভিনেত্রী তৃণার কথায়, ‘আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।’

প্রসঙ্গত, বর্তমানে ‘বালিঝড়’-এর শুটে ব্যস্ত তৃণা সাহা। যেখানে তার সঙ্গে দেখা যাবে স্নেহাশীষ রায় ও কৌশিক রায়কে। এদিকে, মাসখানেক ধরেই স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল-তৃণা। এবার ২ বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন।