NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৫, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

ব্যাটারদের ভালো করার রহস্য জানালেন জাকির


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ এএম

>
ব্যাটারদের ভালো করার রহস্য জানালেন জাকির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে (বিপিএলে) ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তালিকার প্রথম চারজন ক্রিকেটারই দেশি। আরও সহজ করে বলতে চাইলে তালিকার প্রথম দুইজনই সিলেট স্ট্রাইকার্সের দেশি ক্রিকেটার। গেল আসরগুলোতে সেরা রান সংগ্রাহকের তালিকায় বিদেশিদের আধিপত্য থাকলেও এবারের আসরে রাজত্ব করছেন দেশিরাই।  

বুধবার বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৫০ রান করেন জাকির হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সিলেটের দেশি ক্রিকেটারদের ব্যাট হাতে ভালো করার রহস্য। 

জাকির বলেন, ‘আমার কাছে মনে হয় এটা খুবই ভালো দিক, দেশি ক্রিকেটাররা সেরার তালিকায় রয়েছে। আমার কাছে মনে হয় আরেকটা কারণ হলো উইকেটটা এবার খুবই ভালো ছিল। এ কারণেই আমরা সবাই ভালো খেলতে পেরেছি। এটাই প্রধান কারণ।’

খুলনার বিপক্ষে ব্যাট হাতে ৪৬ বলে ৫০ রান করেছেন জাকির। জানালেন দলের প্রয়োজনে এভাবেই খেলতে চান। জাকির বলেন, ‘দল যখন জেতে তখন দলের প্রতিটা জয়ে কন্ট্রিবিউট করা যায়। অনেক কম বলে বেশি রান করা বা বল টু বল খেলে রান করা। ওই জিনিসটা সবসময় আনন্দদায়ক। ম্যাচ জিতেছি। আমার কাছে মনে হয় ম্যাচ জয়ের জন্য যতটুক করা দরকার ওইটা করতে পারলেই ভালো হয়।’